thereport24.com
ঢাকা, বুধবার, ৫ ফেব্রুয়ারি 25, ২৩ মাঘ ১৪৩১,  ৬ শাবান 1446

৮০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:৩৩:২৭
৮০ ভরি স্বর্ণসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরা প্রতিনিধি : ভারত পাচারকালে ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত থেকে বুধবার ভোর সাড়ে চারটার দিকে তাকে আটক করা হয়।

আটক চোরাকারবারির নাম মীর জাকির হোসেন (৪০)। সে সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেড়াগাছি গ্রামের তরু মীরের ছেলে।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার ফয়েজ উদ্দিন জানান, মীর জাকির হোসেন তলুইগাছা সীমান্তের সোনাই নদী পার হওয়ার জন্য বেড়িবাঁধের বটতলা নামক স্থানে পৌঁছালে টহলরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৮০ ভরি ওজনের আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক হওয়া স্বর্ণের মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এমআরইউ/ইইউ/এমডি/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর