thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ অবৈধের রায় স্থগিত

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:৩৩:২৫
পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ অবৈধের রায় স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : কোম্পানিতে দুই শতাংশ শেয়ার না থাকায় পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ আট পরিচালকের পদ অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।

এক আবেদনের প্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার জজ বুধবার দুপুরে এ আদেশ দেন। এর আগে বিচারপতি এম আর হাসানের একক হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন।

চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার ছাড়া বাকি সাত পরিচালক হলেন- মোহাম্মদ ফয়জুর রহমান, আহমেদ শফী চৌধুরী, ফাহিম আহমেদ ফারুক চৌধুরী, এম কবিরুজ্জামান ইয়াকুব, রোমানা শরীফ, সুরাইয়া রহমান এবং আজিজুর রহমান।

প্রসঙ্গত, গত বছর আগস্ট মাসে পূবালী ব্যাংকের পরিচালক নির্বাচনের আগে ব্যাংকের নির্বাচন কমিশন এ আটজনকে পরিচালক পদে নির্বাচনের অযোগ্য ঘোষণা করে।

এর বিরুদ্ধে ২০ আগস্ট চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার হাইকোর্টে একটি আবেদন করেন। হাইকোর্ট আবেদনের প্রাথমিক শুনানি শেষে ব্যাংকের নির্বাচন কমিশনের অযোগ্য ঘোষণার আদেশটি স্থগিত করে দেয়। এর পর ২১ আগস্ট অনুষ্ঠিত পরিচালক নির্বাচনে এই আটজনসহ মোট ১৩ জন পরিচালক নির্বাচিত হন।

(দ্য রিপোর্ট/এসএ/একে/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর