thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

স্ত্রীর মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:৫১:১৩
স্ত্রীর মৃত্যু সইতে না পেরে আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্ত্রীর মৃত্যু সইতে না পেরে রাজধানীর সবুজবাগ এলাকায় এক যুবক আত্মহত্যা করেছেন।

নিহতের নাম পারভেজ (২৫)। পেশায় তিনি বেক্সিমকো কোম্পানির গাড়িচালক। কদমতলার ৬০/১ নং বাসা থেকে বুধবার সকাল ১০টায় মৃতদেহ উদ্ধার করে সবুজবাগ থানা পুলিশ।

পরিবার সদস্যদের বরাত দিয়ে থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন জানান, গত ২০ ফেব্রুয়ারি পারভেজের স্ত্রী তানিয়া আক্তার পিরোজপুরের মঠবাড়িয়া থানার বান্ধবপাড়া গ্রামে নিজ বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। স্ত্রীর দাফন শেষে মঙ্গলবার বাসায় ফেরেন পারভেজ। স্ত্রীর মৃত্যুতে তিনি বিপর্যস্ত ছিলেন। রাতের যেকোনো সময়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

পারভেজের মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/একে/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর