thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

জবির ছাত্র হত্যা মামলায় ৭ জনের কারাদণ্ড

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:৫৭:৫৩
জবির ছাত্র হত্যা মামলায় ৭ জনের কারাদণ্ড

দ্য রিপোর্ট প্রতিবেদক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র হাসিব হুমায়ুন পিংক হত্যা মামলায় সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের জেল ও অপর আসামি রিজিয়া বেগমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ মো. নুরুজ জামান বুধবার এ রায় দেন। এ ঘটনায় ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত।

যাবজ্জীবন প্রাপ্তরা হলেন- শরিফ আহমদ, মাহমুদ হাসান, মাককী মাহমুদ, কামাল হোসেন, মোস্তফা কামাল, আশরাফুল নেওয়াজ ও মিরাজ (পলাতক)।

উল্লেখ্য, ৫ অক্টোবর ২০০৮ খালুর পরকীয়ায় বাধা দিলে তাকে রূপগঞ্জ বরফা গ্রামে ডেকে নিয়ে হত্যা করে। ৬ তারিখ তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা কাঞ্চন হোসেন রূপগঞ্জ থানায় একটি মামলা করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এফএস/এমডি/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর