thereport24.com
ঢাকা, রবিবার, ১৬ মার্চ 25, ২ চৈত্র ১৪৩১,  ১৬ রমজান 1446

মাটির নিচে এক কোটি ডলার মূল্যের মোহর!

২০১৪ ফেব্রুয়ারি ২৬ ১৪:৫৮:৩১
মাটির নিচে এক কোটি ডলার মূল্যের মোহর!

দ্য রিপোর্ট ডেস্ক : আগের যুগে অনেকেই মূল্যবান ধন-রত্নসহ মোহর মাটির নিচে লুকিয়ে রাখতেন। মাটির নিচে পুতে রাখা এ রকমই দুর্লভ ১৪২৭টি মোহরের সন্ধান পেয়েছেন ক্যালিফোর্নিয়ায় এক দম্পতি। খবর : বিবিসির।

গত বছর পাওয়া ওই মোহরগুলোর মূল্য এক কোটি মার্কিন ডলার বলে জানিয়েছেন দুর্লভ মুদ্রার ব্যবসায়ীরা।

প্রাচীন মুদ্রাসংক্রান্ত বিশেষজ্ঞ ডেভিড হল বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, ১৮৪৭-১৮৯৪ সালের ওই মুদ্রাগুলো কখনও বাজারে ছাড়া হয়নি। মুদ্রাগুলো নতুনের মতই আছে বলেও জানান তিনি।

ওই দম্পতি গত বছর এপ্রিলে একটি গাছের নিচে মোহরগুলো খুঁজে পান। মোহরগুলো মরিচা পড়া টিনের একটি ক্যানের মধ্যে রাখা ছিল। তবে ওই দম্পতির নাম প্রকাশ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবার এত বেশি সংখ্যক লুকানো মোহর খুঁজে পাওয়া গেছে। তবে কারা, কেন মোহরগুলো লুকিয়ে রেখেছিল তা রহস্য হিসেবেই রয়ে গেছে। অনলাইন শপিং ওয়েবসাইট অ্যামাজনে কয়েনগুলো বিক্রির পরিকল্পনা করেছেন ওই দম্পতি।

(দ্য রিপোর্ট/কেএন/একে/সা/ফেব্রুয়ারি ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর