thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জুলাই 25, ১ শ্রাবণ ১৪৩২,  ২১ মহররম 1447

জলবায়ু সম্মেলন

প্রতিশ্রুতি অর্জনে দর কষাকষি করবে বাংলাদেশ

২০১৩ নভেম্বর ০৭ ১৬:১৭:২৪
প্রতিশ্রুতি অর্জনে দর কষাকষি করবে বাংলাদেশ

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে আগামী ১১ নভেম্বর থেকে শুরু হচ্ছে ১৯তম বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-১৯)। গত সম্মেলনের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, জলবায়ু পরিবর্তন তহবিল, অভিযোজন, প্রশমন, প্রযুক্তি উন্নয়ন ও স্থানান্তর, সক্ষমতা অর্জন, ক্ষয়ক্ষতি এবং ২০১৫ সালের আইনগত বাধ্যবাধকতা চুক্তি নিয়ে দর কষাকষি করবে বাংলাদেশ। আগামী নভেম্বর মাসে শেষ হবে এ সম্মেলন।

বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ এসব তথ্য জানান সাংবাদিকদের। মন্ত্রী বলেন, অন্যান্যবারের সম্মেলনের মতো এবারো বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেবে।

তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলো মিলে এবার বিভিন্ন বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছার জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে। তিনি আরো বলেন, এটি কোনো একক দেশের কিছু অর্জনের সম্মেলন নয়। জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল ও স্বল্পোন্নত দেশগুলোর উন্নত দেশগুলোর কাছ থেকে সুনির্দিষ্ট ক্ষতিপূরণের প্রতিশ্রুতি আদায়ের সম্মেলন।

সম্মেলনে ইতোমধ্যে প্রতিষ্ঠিত গ্রিন ক্লাইমেট ফান্ডে প্রয়োজনীয় অর্থের সংস্থান করে ২০১৪ সালের মধ্যে কার্যকরভাবে চালু করা হবে। এছাড়া নতুন ‘ফাস্ট স্টার্ট ফাইন্যান্স’ এর আওতায় (২০১৪-২০২০) উন্নয়নশীল দেশসমূহের জন্য বিশেষ করে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দেয়ার অঙ্গীকার আদায় করা হবে। ৩০ থেকে ৪০ বিলিয়ন ডলার দিয়ে শুরু করে ক্রমান্বয়ে এই ফান্ড বৃদ্ধি করে ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার অঙ্গীকার আদায় করা হবে বলে তিনি জানান।

পরিবেশমন্ত্রী বলেন, উন্নত দেশগুলোর প্রতিশ্রুত ২০২০ থেকে ১০০ বিলিয়ন ডলার সংস্থানের জন্য সুনির্দিষ্ট উৎস্, পদ্ধতি নির্ধারণ করা এবং এ বিষয়ে প্রয়োজনীয় স্বচ্ছতা ও জবাবদিহিতার ব্যবস্থা করা। জলবায়ু উদ্বাস্তুদের পুনর্বাসনের ক্ষেত্রে উন্নত বিশ্বের সহযোগিতার জন্য জোরালো দাবি উপস্থাপন এবং জাতিসংঘের উদ্বাস্তুর সংজ্ঞা পুনর্নির্ধারণ করার দাবি উপস্থাপন করা হবে সম্মেলনে।

জলবায়ু পরিবর্তন কনভেনশনের আওতায় প্রতিষ্ঠিত কমিটিগুলোকে আরো কার্যকর করার উদ্যোগ ও জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ‘ক্ষয়ক্ষতি’র জন্য একটি আন্তর্জাতিক ম্যাকানিজমসহ প্রতিষ্ঠানিক ব্যবস্থা গড়ে তুলতে সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে দাবি তুলে ধরা হবে।

এবারের জলবায়ু সম্মেলনে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্তে আসতে আলোচনার পাশাপাশি বাংলাদেশের পক্ষে একটি সাইড ইভেন্টসহ একাধিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

কত সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে যোগ দিচ্ছে জানতে চাইলে মন্ত্রী বলেন, সুনির্দিষ্টভাবে তা বলা যাচ্ছে না। তবে সরকারি অর্থায়নে ২ থেকে ৩ জন যাচ্ছেন। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আমার অংশগ্রহণ এখনো নিশ্চিত নয়।

হাছান মাহমুদ এক প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ডে (বিসিসিআরএফ) এ পর্যন্ত বিভিন্ন দেশ প্রায় ১৯০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছে। এর মধ্য থেকে ১৭৫ মিলিয়ন ডলারের বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবেলায় প্রকল্প নিতে আমাদের আরো অর্থের প্রয়োজন বলেও জানান তিনি।

(দিরিপোর্ট২৪/আরএমএম/এমএইচও/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

পরিবেশ প্রতিবেশ এর সর্বশেষ খবর

পরিবেশ প্রতিবেশ - এর সব খবর