thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি

২০১৩ নভেম্বর ০৭ ১৭:০১:৪৭
রাজধানীতে অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি

দিরিপোর্ট২৪ প্রতিনিধি : রাজধানীর শাহবাগে এক ব্যক্তিকে অজ্ঞান করে দুর্বৃত্তরা ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। মো. কল্লোল (৩০) নামের ওই ব্যক্তি ফেমিকো মিরোটেক্স কোম্পানির অফিস সহকারীর কাজ করেন। তিনি পল্টনের জোনাকি সিনেমা হলের পেছনে একটি বাসায় থাকেন।

ভুক্তভুগীর সহর্কমী শরিফুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে কল্লোল মতিঝিল, আরামবাগ ১০/৩ এর অফিস থেকে ১ লাখ ১০ হাজার টাকা নিয়ে মাল কিনতে মিরপুর যাওয়ার জন্য বের হন। এসময় তিনি মতিঝিল বাসস্ট্যান্ড থেকে নিউভিশন কোম্পানির একটি গাড়িতে ওঠেন। এরপর দুপুর আড়াইটার দিকে কল্লোলের মোবাইলফোন থেকে তার ফোনে কল আসলে তিনি জানতে পারেন যে, কল্লোল অচেতন অবস্থায় শাহবাগের পিজি হাসপাতালের সামনে পড়ে আছেন। এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়।

উদ্ধার করার পর কল্লোলের কাছে থাকা মোবাইলফোনটি ছাড়া সবকিছুই দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানান শরিফুল।

(দিরিপোর্ট২৪/এসআর/এআইএম/এমডি/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর