thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

২০১৭ আগস্ট ০৩ ২০:৩৯:০৭
শাহ আমানতে বিমান ওঠানামা বন্ধ

দ্য রিপোর্ট প্রতিবেদক : চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে একটি দুর্ঘটনার পর উড়োজাহাজ ওঠানামা বন্ধ রয়েছে।

নৌবাহিনীর একটি উড়োজাহাজ অবতরণের সময় বৃহস্পতিবার বিকেলে রানওয়ে থেকে ছিটকে পড়ার পর থেকে এই অবস্থা চলছে বলে বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার রিয়াজুল কবির বলেন, ‘নৌবাহিনীর একটি এয়ারক্রাফট অবতরণের সময় রানওয়ে থেকে সামান্য সরে গিয়েছিল। তবে উড়োজাহাজটির আরোহীদের কেউ হতাহত হয়নি। এই ঘটনার পর বিকেল ৫টা ৪৭ মিনিট থেকে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম বন্ধ আছে।’

শাহ আমানত বিমানবন্দরের ওয়েবসাইট থেকে জানা যায়, সন্ধ্যা সোয়া ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের আটটি ফ্লাইট ছাড়ার এবং নয়টি ফ্লাইট নামার কথা রয়েছে।

(দ্য রিপোর্ট/এপি/এনআই/আগস্ট ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর