thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনালদিনহো

২০১৩ নভেম্বর ০৭ ১৭:১৭:৫৬
বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনালদিনহো

দিরিপোর্ট২৪ ডেস্ক : ইনজুরি কাটিয়ে দ্রুতই সেরে উঠছেন রোনালদিনহো। আগামী ডিসেম্বরে শুরু হবে বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপ। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাথলেটিকো মিনেইরোর এই ফরোয়ার্ড।

বিশ্বকাপের স্বাগতিক শহর বেলো হরিসন্তের দূত হিসেবে মনোনীত হয়েছেন রোনালদিনহো। এ জন্য আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে চ্যাম্পিয়নশিপে যোগ দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

৩৩ বছর বয়সী রোনালদিনহো বলেন, ‘ইনজুরি দ্রুত সেরে উঠছে। ব্যথা অনুভব না হওয়ায় এরই মধ্যে আমি হালকা অনুশীলনও শুরু করেছি। বিশ্ব ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার জন্য প্রস্তুতি নিচ্ছি আমি।’

গত ২৭ সেপ্টেম্বরের পর থেকে মাঠের বাইরে রোনালদিনহো। কিন্তু গত বছর কোরিন্থিয়াসের হয়ে ভালো পারফর্ম করায় তার আশা এখনো ছাড়েনি মিনেইরো কর্তৃপক্ষ।

(দিরিপোর্ট২৪/সিজি/এমএআর/নভেম্বর ০৭, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর