thereport24.com
ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১,  ১৯ জমাদিউস সানি 1446

গত সপ্তাহে শেয়ারবাজারে পতন

২০১৭ আগস্ট ১৯ ১০:৫৬:০৪
গত সপ্তাহে শেয়ারবাজারে পতন

দ্য রিপোর্ট প্রতিবেদক : গত সপ্তাহ (আগস্ট ১৩-১৭) দেশের উভয় শেয়ারবাজারে তিন কার্যদিবস শেয়ার লেনদেন হয়েছে। এরমধ্যে দুই কার্যদিবস মূল্যসূচকে পতন হয়েছে। যাতে সপ্তাহজুড়ে উভয় শেয়ারবাজারেই মূল্যসূচক কমেছে সব সূচক।

এ সময় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪১ পয়েন্ট বা ০.৬৯ শতাংশ কমে দাড়িয়েছে ৫৮৬১ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস ১০ পয়েন্ট বা ০.৭৯ শতাংশ কমে ১৩০৪ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বা ০.৭৮ শতাংশ কমে ২১০৯ পয়েন্টে দাড়িয়েছে।

গত সপ্তাহে ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ২ হাজার ৪৩৩ কোটি ৩ লাখ ৬৫ হাজার ৫২ টাকা বা ৪৯.৮৬ শতাংশ কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে ২ হাজার ৪৪৬ কোটি ৪১ লাখ ৬৯ হাজার ৯১২ টাকা। যা এর আগের সপ্তাহে হয়েছিল ৪ হাজার ৮৭৯ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৯৬৪ টাকা।

গত সপ্তাহে ডিএসইতে মোট ৩৩৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাত বদল হয়। এর মধ্যে দর বেড়েছে ৯০টির, কমেছে ২৩০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে সব সূচক কমে গেছে। সিএসইর সিএসসিএক্স ৬১ পয়েন্ট বা ০.৫৪ শতাংশ কমে ১১০০২ পয়েন্টে, সিএসসি৫০ সূচক ৬ পয়েন্ট বা ০.৪৮ শতাংশ কমে ১৩৪২ পয়েন্টে, সিএসসি৩০ সূচক ১৫৩ পয়েন্ট বা ০.৯৫ শতাংশ কমে ১৫৮১৯ পয়েন্টে, সিএএসপিআই ২০৮ পয়েন্ট বা ০.৫৯ শতাংশ কমে ১৮১৯৯ পয়েন্টে এবং সিএসআই ৮ পয়েন্ট বা ০.৭০ শতাংশ কমে ১১৯০ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে সিএসইতে ২২৪ কোটি ৬১ লাখ ৫৩ হাজার ৯৮১ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহে থেকে ৬৮ কোটি ৬৫ লাখ ৪ হাজার ২২৪ টাকা কম। অর্থাৎ আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ২৯৩ কোটি ২৬ লাখ ৫৮ হাজার ২০৫ টাকা।

(দ্য রিপোর্ট/আরএ/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর