thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

২০১৭ আগস্ট ১৯ ১১:১৮:১৯
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে যুবক নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. ওবায়দুল্লাহ (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে সদর উপজেলার অষ্টগ্রামের লোকজনদের মধ্যে সংঘর্ষের তিনি নিহত হন।

নিহত ওবায়দুল্লাহ ওই গ্রামের হামদু মিয়ার ছেলে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে অষ্টগ্রামের বলাগাজী বাড়ির সঙ্গে একই গ্রামের ওমর বাড়ির লোকজনদের বিরোধ চলে আসছিল।

এ বিরোধের জের ধরে শুক্রবার সন্ধ্যায় উভয় পক্ষের সমর্থকরা রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সংঘর্ষ থেমে যাওয়ার পর রাতে আবারও সংঘর্ষ বাধে। এতে ওবায়দুল্লাহসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে ওবায়দুল্লাহকে আহত অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওবায়দুল্লাহ ওমর বাড়ির সমর্থক ছিলেন বলে জানা গেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে মো. ওবায়দুল্লাহ নামে এক যুবক নিহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থল অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর