thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৮ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

শহীদ-হ্যাপির নতুন গান

২০১৭ আগস্ট ১৯ ১৯:৩২:২০
শহীদ-হ্যাপির নতুন গান

দ্য রিপোর্ট প্রতিবেদক : নতুন গানের লিরিক ভিডিও প্রকাশ করেছেন ‘এক জীবন’ খ্যাত গায়ক শহিদ। জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গত ১৭ আগষ্ট(বৃহস্পতিবার) সন্ধা ৭টায় প্রকাশিত হয়েছে ‘রঙ’ শিরোনামে লিরিক ভিডিওটি।

গানটিতে শাহিদ এর সঙ্গে ডুয়েট কন্ঠ দিয়েছেন হ্যাপি আফরিন। ‘তোমাকে কাছে পেয়ে/ জীবনের সব রঙ বদলে গেলো/ এতো কাছে পেয়ে তোমাকে আমি/ মনে খুসির রঙ ছড়ালো’।

এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। সঙ্গীত পরিচালনা করেছেন এম এ রহমান।

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর