thereport24.com
ঢাকা, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১,  ২০ জমাদিউস সানি 1446

চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৫

২০১৭ আগস্ট ২০ ০৮:৪৭:২৭
চট্টগ্রামে বাস-সিএনজির সংঘর্ষ, নিহত ৫

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর কর্ণফুলীর মইজ্জারটেক এলাকায় বাসের ধাক্কায় একটি সিএনজি অটোরিকশার চালকসহ একই পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

শনিবার (১৯ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চালক ছাড়া নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- সোহেল (৩৫), তার স্ত্রী বিলকিস আক্তার (৩০), তাদের সন্তান শারমিন (৭) ও সাব্বির (৫)। তবে অটোরিকশা চালকের নাম জানা যায়নি।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের ঠিকানা জানাতে পারেননি।

রফিকুল ইসলাম জানান, রাত ১২টার দিকে টোল প্লাজায় অপেক্ষারত সিএনজিচালিত একটি অটোরিকশাকে পিছন থেকে ধাক্কা দেয় একটি বাস। এতে ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঁচজনের মৃত্যু হয়। নগরীতে সোহেলের এক ভাইয়ের বাসায় দাওয়াত খেয়ে রাতে বাড়ি ফিরছিল এই পরিবার।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর