thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

বৃষ্টি থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জ হবে : কাদের

২০১৭ আগস্ট ২০ ১৪:৪৬:১৬
বৃষ্টি থাকলে ঈদযাত্রা স্বস্তিদায়ক করা চ্যালেঞ্জ হবে : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঈদুল আজহার আগের দিনগুলোতে বৃষ্টি অব্যাহত থাকলে সড়ক পথে ঈদযাত্রা স্বস্তি করা চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সচিবালয়ে রবিবার (২০ আগস্ট) ঈদ প্রস্তুতি নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘দিনাজপুর থেকে গোবিন্দগঞ্জ পর্যন্ত রাস্তাটি পানিতে ধুয়ে গেছে। এবারকার অতি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানির ভয়াবহতা এত তীব্র যে এ পর্যন্ত ২৩টি পেয়েন্টে এক থেকে ৩ কিলোমিটার রাস্তা পানির নিচে ডুবে আছে। এবং উত্তরাঞ্চলসহ ১৮টি পয়েন্টে বেশ কিছু দূর এলাকা ওয়াশ আউট (ভেসে গেছে) হয়ে গেছে। পানিতে ডুবে থাকা পয়েন্টগুলো এই মুহূর্তে সংস্কার করা চ্যালেঞ্জিং বিষয়।’

তিনি বলেন, ‘তারপরও যদি বৃষ্টি-বাদল না হয় আমরা আশা করছি ঈদের আগে রাস্তাগুলো ব্যবহারযোগ্য করা যাবে। বিটুমিনাস কাজ সম্পূর্ণ করতে পারব, এটা আমি বলতে পারছি না। তবে বৃষ্টি-বাদল যদি অব্যাহত থাকে তাহলে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক করা খুব চ্যালেঞ্জ হবে।’

অন্যান্য বছরের মতো এবার পোশাক কারখানায় পর্যায়ক্রমে ছুটি দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘সড়ক ও মহাসড়কের উপর পশুর হাট বসানোর ব্যাপারে আমাদের পরিস্কার নির্দেশনা, কোন পশুর হাট বসানো যাবে না। সবচেয়ে বড় পশুর হাট ভাঙ্গার মালিগ্রামে পশুর হাট বসানো হবে না বলে আমরা নিশ্চয়তা পেয়েছি। টঙ্গীতে জনপ্রতিনিধি, পৌরসভা, সিটি করপোরেশন সবাই আমাকে আশ্বস্ত করেছে মহাসড়কে তারা পশুর হাট বসাবেন না।’

‘ফিটনেসবিহীন গাড়িতে পশু বহন করা যাবে না। ঈদের আগে ৫ দিন ও ঈদের পর ৫ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে। ঈদের আগের ৩ দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। তবে নিত্য প্রয়োজনীয় খাদ্য-দ্রব্য, পঁচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ বহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে’ বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের।

বাড়তি ভাড়া বন্ধে বাস টার্মিনালে ভিজিরল্যান্স টিম থাকবে জানিয়ে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘২৫টি পয়েন্টে সিসি ক্যামেরা লাগিয়ে যানজট নিয়ন্ত্রেণের ব্যবস্থা এবারও রয়েছে। ১৫টি পয়েন্টে আইপি ক্যামেরা থাকবে। মেঘনা ও গোমতী সেতুতে চারটি বাড়টি টোল বুথ থাকবে। ট্রাকের জন্য আলাদা বুথ থাকবে। মদনপুর ও কাঁচপুরে আলাদা লেন করা হচ্ছে।’

এবার জিলহজ মাসের চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে আগামী ২ সেপ্টেম্বর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালিত হবে।

(দ্য রিপোর্ট/এমআর/এআরই/আগস্ট ২০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর