thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীতে বাসা ভাড়া দিতে না পারায় আত্মহত্যা

২০১৭ আগস্ট ২১ ১২:৫৩:০৩
রাজধানীতে বাসা ভাড়া দিতে না পারায় আত্মহত্যা

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর কাফরুলের একটি বাসায় রিপন (২৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

রবিবার (২০ আগস্ট) দিবাগত রাতে কাফরুল উত্তর কাজীপারা ৪২০ নং বাসার ৩য় তলা থেকে তার মরদহ উদ্ধার করে কাফরুল থানা পুলিশ।পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

সুরতহাল প্রতিবেদনে কাফরুল থানার উপ পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদের দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, নিহত রিপন জয়পুরহাট সদর উপজেলার সালগ্রাম গ্রামের নজরুল ইসলামের ছেলে। কাফরুলের ওই বাসায় ভাড়া থাকতেন বেকার রিপন।

গত বাসা ভাড়া দেওয়ার কথা ছিল। ভাড়ার টাকা জোগার করতে না পারায় মনের দুঃখে রিপন বাসার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাসার মালিক জেসমিন রহমান দ্য রিপোর্টকে জানান, গত ৩ মাস ধরে রিপন স্ত্রী ও সন্তান নিয়ে তার বাসায় ভাড়া থাকতেন। রিপন একটা কোম্পানিতে চাকরি করতেন। তার কাছে এক মাসের ভাড়া পাওনা ছিল।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর