thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

নায়করাজ রাজ্জাক আর নেই

২০১৭ আগস্ট ২১ ১৮:২৯:৩২
নায়করাজ রাজ্জাক আর নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলা চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নায়করাজ রাজ্জাক আর নেই। সোমবার (২১ আগস্ট) সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।

চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফির রহমান গুলজার রাজ্জাকের মৃত্যুর খবর নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানিয়েছেন, সোমবার বিকেলে হার্ট অ্যাটাক করেন নায়করাজ। সেই অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬ টা ১৩ মিনিটে মারা যান তিনি।

মৃত্যুকালে নায়করাজ রাজ্জাক স্ত্রী, সন্তানসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ২০১৪ সালে মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পাওয়া এ অভিনেতার মৃত্যুসংবাদ শুনে তাঁকে শেষবারের মতো দেখতে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা।

তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।

(দ্য রিপোর্ট/পিএস/এজে/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর