thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : রিজভী

২০১৭ আগস্ট ২১ ২৩:০০:৩২
বিচার বিভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সরকার : রিজভী

কুড়িগ্রাম প্রতিনিধি : বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘বন্যা নিয়ে সরকার বা সরকারের মন্ত্রী কারও কোন ধরনের উদ্যোগ আমরা দেখিছি না, বরং ষোড়শ সংশোধনী বাতিলের যে রায়, সেটি নিয়েই তাদেরকে লাফালাফি করতে দেখেছি। সম্পুর্ণভাবে, বে-আইনীভাবে এবং রাষ্ট্রের স্বাধীন অঙ্গ বিচার বিভাগের বিরুদ্ধে তাদের একটা অবস্থান আমরা দেখেছি। তারা বলছেন যে খাদ্য ঘাটতি নেই, কিন্তু অর্থমন্ত্রী বলেছেন খাদ্য সংকট চলছে। সরকার যারা পরিচালনা করছে তাদের মধ্যে কথার যে অসংগতি, সে অসংগতি থেকেই মনেহয় জনদুর্ভোগ মোবাবেলা করার জন্য তাদের কোন প্রস্তুতি নাই। বরং দুঃশাসনকে দীর্ঘায়ু করার জন্য তারা নানা স্বড়যন্ত্রে এগিয়ে আছে।’

সোমবার (২১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম পৌরসভার হানাগর এলাকায় ত্রাণ বিতরনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আমাদের দলের মহাসচিব বলেছেন- বিএনপি অবৈধ হলে আওয়ামী লীগ অবৈধ, বহুদলীয় গণতন্ত্র অবৈধ হয়ে যায়, সংবাদপত্রের স্বাধীনতাও অবৈধ হয়ে যায়, আজকের যে এতোগুলো গণমাধ্যম তাহলে সবই অবৈধ হয়ে যায়। শহীদ জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্রের পুর্ণউদ্ধার করেছেন এবং তিনিই চালু করেছে। পঞ্চম সংশোধনীর মধ্যদিয়ে এসব চালু করেন। সেখানে আওয়ামী লীগেরও পুর্ণজীবন হয়।’
রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ নেতারা সবসময় অসত্য কথা বলে, বানোয়াট কথা বলে এবং বিভ্রান্তিকর কথা বলে। বহুদলীয় গণতন্ত্রে স্বাধীনতার মীল স্প্রিট হচ্ছে বহুদলীয় গণতন্ত্র। আওয়ামী লীগের যগ্ম সাধারণ সম্পাদক হানিফ সাহেব বলেছেন ১৯৪৯ সালে আওয়ামীলীগের জন্ম হয়। ১৯৪৯ সালে আওয়ামীলীগের জন্ম আওয়ামী মুসলীগ লীগের জন্ম হয়েছে এবং তার প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমান নন। স্বাধীনতা যুদ্ধের মুল চেতনা ছির বহুদলীয় গণতন্ত্র কিন্তু স্বাধীনতার পরে এদেশেরই একটি দলটি গণতন্ত্রকে হত্যা করে এমনকি আওয়ামী লীগকে হত্যা করে বাকশাল কায়েম করে। আর বাকশালের গুহা থেকে আওয়ামীলীগকে নতুন জীবন দিয়েছেন শহীদ জিয়াউর রহমান।’
তিনি বলেন, ‘বিএনপি’র পক্ষ থেকে কেন্দ্রীভাবে ত্রাণ কমিটি করা হয়েছে এবং সারাদেশের যেখানে বন্যা হয়েছে সেখানে ত্রাণ বিতরন করা হচ্ছে। এটা দৃশ্যমান।’
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সভাপতি তাসভীর-উল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, শফিকুল ইসলাম বেবু, যুগ্ম-সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ।
পরে, সদর উপজেলার পাছগাছী ইউনিয়নে বন্যা দুর্গতের মাঝেও তিনি ত্রান বিতরন করেন রিজভী আহমেদ।
(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর