thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

সাভারে নৌকায় বজ্রপাত: নিহত ২, নিখোঁজ ১০

২০১৭ আগস্ট ২২ ০৯:৩৭:১৮
সাভারে নৌকায় বজ্রপাত: নিহত ২, নিখোঁজ ১০

সাভার প্রতিনিধি : সভার পৌর এলাকা কালতাপুরের বংশী নদীতে নৌকা পারাপারের সময় বজ্রপাতের ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় নৌকার মাঝিসহ ১০ জন নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ৮টা দিকে বজ্রপাতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা স্থানীয় মিলন গার্মেন্টসের শ্রমিক।

নৌকাতে আনুমানিক ১০ জন যাত্রী উঠেছিল বলে দাবি করেছে স্থানীয়দের। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিস কাজ করে যাচ্ছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। তবে তাদের পূর্ণাঙ্গ পরিচয় জানা যায়নি।

উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমজাদ হোসেন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বজ্রপাতে তাদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. লিটন জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ চালাচ্ছি। এখন পর্যন্ত নতুন কোনো মৃত দেহ পাওয়া য়নি।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর