thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীতে জাল নোট চ‌ক্রের ৭ সদস্য‌ আটক

২০১৭ আগস্ট ২২ ১১:৫৬:১৮
রাজধানীতে জাল নোট চ‌ক্রের ৭ সদস্য‌ আটক

দ্য রিপোর্ট প্র‌তি‌বেদক : রাজধানীর বি‌ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে জাল নোট তৈ‌রি চ‌ক্রের ৭ সদস্য‌কে আটক ক‌রে‌ছে ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (ডিএম‌পি) গো‌য়েন্দা ও অপরাধ তথ্য বিভাগ (ডি‌বি)। এ সময় তাদের কাছ‌ থে‌কে ৫০ লাখ জাল মুদ্রা ও মূদ্রা তৈ‌রির সরঞ্জাম উদ্ধার করাছে।

সোমবার (২১ আগস্ট) রাতে অভিযান চা‌লি‌য়ে তাদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (২২ আগস্ট) ডিএম‌পি’র উপ-ক‌মিশনার (ডি‌সি, মি‌ডিয়া) মো. মাসুদুর রহমান দ্য রিপোর্টকে জানান, আটক‌দের কাছ‌ থে‌কে ৫০ লাখ জাল মুদ্রা ও মুদ্রা তৈ‌রির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে মঙ্গলবার দুপু‌রে এক সংবাদ সম্মেলনে এ ব্যাপা‌রে বিস্তা‌রিত জানা‌নো হ‌বে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এনটি/আগস্ট ২২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর