thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

পাইরেসি চক্রের ১৭ সদস্য‌ আটক

২০১৭ আগস্ট ২৩ ১১:৫১:৩৮
পাইরেসি চক্রের ১৭ সদস্য‌ আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : গাজীপুরের বোর্ডবাজার ও টঙ্গী এলাকা থেকে সংঘবদ্ধ ভিডিও পাইরেসি চক্রের ১৭ সদস্য‌কে আটক ক‌রে‌ছে র‍্যাব-১।

মঙ্গলবার (২২ আগস্ট) রা‌তে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটক‌দের কাছ‌ থে‌কে বিপুল পরিমাণ পাইরেটেড সিডি, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হ‌য়ে‌ছে।

বুধবার (২৩ আগস্ট) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মি‌ডিয়া উইং‌য়ের সি‌নিয়র সহকারী প‌রিচালক এএস‌পি মিজানুর রহমান দ্য রি‌পোর্ট‌কে জানান, রাজধানীর গাজীপুরের বোর্ডবাজার ও টঙ্গী এলাকা থেকে সংঘবদ্ধ ভিডিও পাইরেসি চক্রের ১৭ সদস্য‌কে আটক ক‌রা হয়েছে। উত্তরায় র‍্যাব-১ ব্যাটালিয়ন কাযাল‌য়ে বুধবার দুপু‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এ ব্যাপা‌রে বিস্তা‌রিত জানা‌নো হ‌বে।

(দ্য রিপোর্ট/এমএসআর/এনটি/আগস্ট ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর