thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

২৭ আগষ্টের পর হাইড্রোলিক হর্ন বাজালে গাড়ি জব্দ

২০১৭ আগস্ট ২৩ ১২:৫০:২৩
২৭ আগষ্টের পর হাইড্রোলিক হর্ন বাজালে গাড়ি জব্দ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকা মহানগরে চলাচলকারী সব যানবাহনের হাইড্রোলিক হর্ন আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে হাইড্রোলিক হর্নের আমদানি বন্ধ করে বাজারে এখনও যেসব হর্ন রয়েছে তা জব্দ করতে নির্দেশ দিয়েছেন আদালত।

এ ছাড়াও আগামী ২৭ আগষ্টের পর গাড়িতে হাইড্রোলিক হর্ন বাজালে সেই গাড়ি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত।

এক রিট আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ।

আবেদনের শুনানি শেষে আদালত এক রুল জারিরও নির্দেশ দিয়েছেন। রুল অনুসারে কেন সারাদেশে হাইড্রোলিক হর্ন বন্ধে নির্দেশনা দেওয়া হবে না এবং এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না—জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপিসহ ২০ জনকে এ রুলে বিবাদী করা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে তাদের জবাব দিতে বলা হয়েছে।

এর আগে সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদনটি দায়ের করেন আইনজীবী মনজিল মোরসেদ।

রিটে বলা হয়েছিল, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনো যন্ত্র ব্যবহার করা যাবে না, যা শব্দ দূষণ সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে। তাই ওই রিটে হর্ন ব্যবহারকারী যানবাহন জব্দের নির্দেশনা চাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এআরই/এনটি/আগস্ট ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর