thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

হবিগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ১২

২০১৭ আগস্ট ২৩ ১৭:০৭:৫৫
হবিগঞ্জে ব্যবসায়ী হত্যায় ৮ জনের ফাঁসি, যাবজ্জীবন ১২

হবিগঞ্জে প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরের টিপু সুলতান নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় আট জনের ফাঁসি ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২৩ আগস্ট) হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু সূত্রধর, সুভাষ সূত্রধর, এরশাদ আলী, আব্দুল মালেক ওরফে মালু, আতাউর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশারফ হোসেন। এর মধ্যে সুধাংশু, সুভাষ ও আব্দুল মালেক। আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক, সানু, জাবেদ, জহির, বকুল, আমির হোসেন, দুলাল, কামাল, ছায়েদ, জহিরুল ও ঝানু। দণ্ডপ্রাপ্তরা মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বাসিন্দা। এদের মধ্যে আদালতে কেবল সায়েদ মিয়া উপস্থিত ছিলেন।

অভিযোগ প্রমাণ না হওয়ায় শাহ আব্দুল গণি, আবু মিয়া ও আব্দুল মজিদকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে। আদালতে উপস্থিত ছিলেন শাহ নুরুল গণি।

মামলার বিবরণে বলা হয়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১১ সালের ৭ জানুয়ারি মহসিন মাস্টারের ছেলে টিপু সুলতানের ঘরে ঢুকে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে হত্যা করে।

দুইদিন পর ৯ জানুয়ারি টিপুর স্ত্রী হাসিনা আক্তার বেবী মাধবপুর থানায় ২৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্ত শেষে ২০১৩ সালের ৩ নভেম্বর সিআইডির পরিদর্শক কামরুজ্জামান ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর