thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার

২০১৭ আগস্ট ২৪ ০৯:০১:০২
রাজধানীতে কম্বলে প্যাঁচানো মরদেহ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনির একটি বাসা থেকে রফিকুল ইসলাম (৬৫) নামের এক ব্যবসায়ীর কম্বোল দিয়ে প্যাঁচানো মরদেহ উদ্ধার করেছে শাহজাহানপুর থানা পুলিশ।

বুধবার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

পরে ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।।

মৃত রফিকুল চট্টগ্রাম জেলার বোয়ালখালি উপজেলার সৈয়দনগর গ্রামের বাসিন্দা। বর্তমানে শাহজাহানপুর রেলওয়ে কলোনির দ্বিতীয় তলা ভবনের নিচ তলার একটি কক্ষে তিনি একাই থাকতেন। পীরজঙ্গী মাজারের পাশে একটি দোকানে পান সিগারেটের ব্যবসা করতেন।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম দ্য রিপোর্টকে জানান, বুধবার সন্ধ্যার পর রফিকুলের স্বজনরা বাইরে থেকে তার কক্ষটি তালাবদ্ধ দেখতে পায়। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় তারা। খবর পেয়ে ওই বাসা থেকে কম্বল দিয়ে প্যাঁচানো অবস্থায় লাশ উদ্ধার করা হয়।

এসআই আরও জানান, রফিকের গলায় ও অণ্ডকোষে আঘাতের চিহ্ন আছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে কম্বল দিয়ে প্যাঁচিয়ে রেখে পালিয়ে যায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর