thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

বক্তব্য ‘মিসকোট’ না করার আহবান প্রধান বিচারপতির

২০১৭ আগস্ট ২৪ ২১:৫৭:০৭
বক্তব্য ‘মিসকোট’ না করার আহবান প্রধান বিচারপতির

দ্য রিপোর্ট ডেস্ক : আদালতে মামলার শুনানিকালে প্রধান বিচারপতি ও আইনজীবীর মধ্যে প্রশ্নোত্তরের সময় তাকে ‘মিসকোট’ বা ভুলভাবে উদ্ধৃত যাতে করা না হয় সেজন্য সাংবাদিকদের প্রতি আহবান জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে জুডিশিয়াল ইন্টারপ্রিটেশন নামক আইন বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচনকালে তিনি এই আহবান জানান।

প্রধান বিচারপতি সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘‘আপনাদের কাছে আমার একটা আবেদন। আমি প্রকৃতপক্ষে কোনও ‘ইয়ো’ করি না। আপনারা আমাকে অনেক ‘ইয়ো’ করছেন। কিন্তু একটুও মিসকোট করবেন না। আমাকে নিয়ে অনেক বিভ্রান্তি সৃষ্টি হয়। আমি কোর্টে যা বলি কিছু ‘ডিস্ট্রোটেড ইয়ো’ করা হয়। এতে আমাকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। এটা যাতে আমাকে না পড়তে হয়।’’

‘আমার পক্ষে প্রেস কনফারেন্স করে কোনও কিছু বলা সম্ভব না। তবে বিচারক হিসেবে কোনও মামলার শুনানির সময় আইনজীবীকে একটা প্রশ্ন করতে পারি। এটা আমার স্বাধীনতা। প্রশ্নটা কি কারণে কোন উদ্দেশ্যে না বুঝে এটা (উদ্ধৃত) করাটা অনেক সময় ভুলভ্রান্তি হতে (সৃষ্টি করতে) পারে। এটা একটু খেয়াল করবেন।’

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর