thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১,  ২১ জমাদিউল আউয়াল 1446

মশা মারার নতুন আবিষ্কার মিষ্টি কীটনাশক

২০১৭ আগস্ট ২৪ ২২:০৮:৫২
মশা মারার নতুন আবিষ্কার মিষ্টি কীটনাশক

দ্য রিপোর্ট ডেস্ক : মশা মারার নতুন এক কীটনাশক আবিষ্কারের কথা জানিয়েছেন বিজ্ঞানীরা। বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে, নতুন ধরনের এই কীটনাশক মিষ্টির প্রতি মশাদের আকর্ষণকে ব্যবহার করবে এবং যা খেলে মশারা মনে করবে তারা মিষ্টি খাচ্ছে।

এই ওষুধ এমন রাসায়নিক রয়েছে যা কৃত্রিমভাবে মিষ্টির গন্ধ তৈরি করবে যাতে মশারা আকৃষ্ট হয়। মিষ্টি ভেবে এই কীটনাশক পান করার পর মশা মরে যাবে।

ম্যালেরিয়ার কবলিত আফ্রিকার দেশ তানজানিয়ায় এই কীটনাশকের পরীক্ষায় দেখা গেছে এতে মশা প্রায় শতভাগ নির্মূল হয়ে যায়।

ভেকট্র্যাক্স নামের এই কীটনাশক ম্যালেরিয়া ছাড়াও জিকা ভাইরাস ও অন্যান্য মশাবাহিত রোগের প্রকোপ ঠেকাতে কার্যকরী হবে।

কীটনাশক প্রস্তুতকারী প্রতিষ্ঠান এজেনর মাফ্রা-নেটো কোম্পানি বলছেন, ওষুধটি তারা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখবে এবং জাতিসংঘ ও অন্যান্য বেসরকারি ত্রাণ সংস্থার মাধ্যমে বিতরণ করা হবে।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

বিজ্ঞান ও প্রযুক্তি এর সর্বশেষ খবর

বিজ্ঞান ও প্রযুক্তি - এর সব খবর