thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দ্রুতই যশোর যুবদলের কমিটি ঘোষণা!

২০১৭ আগস্ট ২৪ ২২:৫৮:১১
দ্রুতই যশোর যুবদলের কমিটি ঘোষণা!

দেবু মল্লিক, যশোর : চারিদিকে যশোর জেলা যুবদলের নতুন কমিটি ঘোষণার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। গুঞ্জনে কখনো এম তমাল আহমেদ সভাপতি আর সাধারণ সম্পাদক হিসেবে মনিরুজ্জামান মাসুমের নাম শুনা যাচ্ছে। আবার কখনো আলোচনায় আসছে আশরাফুল কবির সুমন ও রবিউল ইসলামের নাম। তবে দীর্ঘদিন পর নতুন কমিটি গঠনের গুঞ্জনে যশোরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে একধরণের প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে।

তবে তরিকুল ইসলাম পরিবার ঘনিষ্ট একটি সূত্র বলছে, দ্রুতই এক যোগে দেশের ২০টি জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হবে। লন্ডনে অবস্থান করা বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের অনুমোদনের অপেক্ষায় আছে এসব কমিটি। সেই ২০ জেলার একটি যশোর।

দলীয় সূত্র বলছে, সর্বশেষ ২০০৩ সালে যুবদলের কেন্দ্রীয় সভাপতি বরকতউল্লাহ বুলু ও সাধারণ সম্পাদক মুয়াজ্জেম হোসেন আলাল যশোর জেলা যুবদলের কমিটি অনুমোদন দেন। এই সময়ে কমিটির সাতজন নেতা মারা গেছেন। সভাপতি বয়সের কারণে নিয়মিত কর্মসূচিতে অংশ নিতে পারেন না। সাধারণ সম্পাদক মুনীর আহম্মেদ সিদ্দিকী বাচ্চু নগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে যুবদলের রাজনীতি থেকে বিদায় নিয়েছেন। এছাড়া অনেকে জড়িয়ে পড়েছেন বিএনপিসহ অন্যান্য অংগ সংগঠনে। প্রায় ১৪ বছর আগে করা ১০১ সদস্যের কমিটির মধ্যে মাত্র ১৭ থেকে ১৮ জন নেতা বর্তমানে যুবদলের রাজনীতিতে সক্রিয় রয়েছেন। এমন পরিস্থিতিতে যশোর জেলা যুবদলের নতুন কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়। এজন্য যশোরে বিএনপির রাজনীতিতে বিদ্যমান দুইটি গ্রুপ তাদের স্বপক্ষে পৃথক পৃথক কমিটি কেন্দের কাছে জমা দেয়। সেই তালিকা সমন্বয় করে নতুন কমিটি করা হচ্ছে।

সূত্র বলছে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছেলে দলটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত স্থানীয় নেতাদের সাথে আলোচনা না করে এককভাবে তার পচ্ছন্দের বর্তমান সহ-সভাপতি বদিউজ্জামান ধনি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, সহ-সাধারণ সম্পাদক নূর ইসলাম বুল্লা, মনিরুজ্জামান মাসুম, কবির হোসেন বাবু ও আহসানুল হক রানার নাম কেন্দ্রে প্রস্তাব করেন। বিষয়টি জানতে পেরে যশোর পৌরসভার সাবেক মেয়র মারুফুল ইসলাম পক্ষীয়রা পাল্টা একটি তালিকা কেন্দ্রে জমা দেন। তারা জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক রুহুল আমিন মধূ, সদস্য তারিক হোসেন টিপু, সাবেক ছাত্রদল নেতা জহুরুল হক শিমুল ও আশরাফুল কবির সুমনের নাম কেন্দ্রে জমা দেন।

এদিকে, গত দুই দিন ধরে যশোরে যুবদলের নতুন কমিটি ঘোষণা হচ্ছে বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। নতুন সভাপতি-সম্পাদক হিসেবে ঘুরে ফিরে বর্তমান ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মাসুম, আনসারুল হক রানা, জেলা যুবদল নেতা তসবিকুর রহমান লাল্টু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি আশরাফুল কবির সুমন, জেলা ছাত্রদলের বর্তমান সভাপতি রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বাবুলর নাম আসছে।

(দ্য রিপোর্ট/এজে/আগস্ট ২৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর