thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১১ জিলকদ  1445

এটা কোনো দয়া নয়, দুর্গত মানুষদের অধিকার : অনন্ত জলিল

২০১৭ আগস্ট ২৫ ১৮:৪৫:২৪
এটা কোনো দয়া নয়, দুর্গত মানুষদের অধিকার : অনন্ত জলিল

দ্য রিপোর্ট প্রতিবেদক : কুড়িগ্রামে বন্যার্তদের পাশে দাঁড়ালেন ঢাকাই ছবির জনপ্রিয় নায়ক ও ব্যবসায়ী অনন্ত জলিল। সেখানকার মানুষের জন্য হেলিকপ্টারে করে ত্রাণ নিয়ে হাজির হলেন তিনি। গতকাল বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে তিনি হেলিকপ্টারযোগে কুড়িগ্রামের চিলমারীতে পৌঁছান। সেখানকার তিনটি ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবারকে সহয়তা করছেন অনন্ত।

অনন্ত জলিল বলেন, `এটা কোনো দয়া নয়, এটা দুর্গত মানুষদের অধিকার। আমি তাদের পাশে এসেছি। যেমনটা আল্লাহ বলেছেন। আল্লাহতায়ালার রহমতে আজ কুড়িগ্রামের তিনটি ইউনিয়নের বন্যা কবলিত প্রায় আড়াই হাজার পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছি।‘

জানা গেছে, থানাহাট ইউনিয়নের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১০০ পরিবার, রমনা ইউনিয়নের ৮০০ পরিবার এবং চিলমারী ইউনিয়নের ৫০০ পরিবারকে ত্রাণ দেয়া হয়েছে।

সুষ্ঠভাবে ত্রাণ বিতরণে সবার সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনন্ত জলিল বলেন, ‘আমার পুরো টিম, গন্যমান্য ব্যক্তি’সহ স্থানীয় লোকজন ও আইন শৃঙ্খলা বাহিনীদের আন্তরিক সহযোগীতায় সুষ্ঠ ও সু-শৃঙ্খল ভাবে ত্রাণ দেয়ার যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়েছে। তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।’

বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য বিত্তবানদের কাছে অনুরোধ করেন অনন্ত জলিল। তিনি বলেন, ‘চলুন আমাদের যা কিছু আছে, তাই নিয়ে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই এবং আল্লাহ্‌র কাছে এই সংকট নিরসনের প্রার্থনা করি। দেশকে ভালোবাসুন দেশের মানুষের পাশে থাকুন।’

(দ্য রিপোর্ট/পিএস/আগস্ট ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর