thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

২০১৭ আগস্ট ২৬ ০৯:৫৩:৪৭
শ্বশুরবাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বন্দর এলাকায় শ্বশুরবাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া শহিদুল্লাহ (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (২৫ আগস্ট) সকালে উপজেলার মালিবাগ মোল্লাবাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শহীদুল্লাহর বাড়ি নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে বন্দর উপজেলার মালিবাগ মোল্লাবাড়ি এলাকার শহীদুল্লাহ ও তার স্ত্রী হেলেনা আক্তার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে তার স্ত্রী ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী শহীদুল্লা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ গিয়ে শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/ এনআই/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর