thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় পুলিশ নিহত

২০১৭ আগস্ট ২৬ ১০:৪৫:২৩
কাশ্মীরে বন্দুকধারীদের হামলায় পুলিশ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলাওয়ামায় সন্ত্রাসী হামলায় এক পুলিশ নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) সকালে এই হামলা করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এ খবরে এ তথ্য জানা গেছে।

খবরে বলা হয়, অন্তত তিনজন বন্দুকধারী পুলিশ লাইনে ভার অস্ত্র নিয়ে হামলা চালায়। সেখানে জম্মু ও কাশ্মীরে কয়েক শ’ পুলিশ ছিলো। ভেতরে ঢুকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালান এবং গ্রেনেড ছোড়েন। সেখানেই এক পুলিশ সদস্য নিহত হন।

কর্মকর্তারা জানান, তারা লাইন থেকে সব পুলিশদের সরিয়ে নিচ্ছেন এবং অভিযানের প্রস্তুতি নিচ্ছেন। এখনও সেখানে গোলাগুলি চলছে।

প্রাথমিকভাবে জানা যায়, সন্ত্রাসীরা তিনতলা ভবন থেকে গুলি ছুঁড়ছে। এখনও অনেক পুলিশ সেখানে আটকা পড়ে আছে। তবে কাউকে জিম্মি করা হয়নি বলে দাবি কর্মকর্তাদের।

পুলিশের মহাপরিদর্শক মুনির আহমেদ খান বলেন, ‘আমরা সবাইকে সরিয়ে নিচ্ছি। সেখানে সিপিআরএফ এবং পুলিশ সদস্যরা রয়েছেন।’

(দ্য রিপোর্ট/এনটি/এনআই/আগস্ট ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর