thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

২০১৭ আগস্ট ২৭ ১০:৩৫:৫৯
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে পাকুল্যা পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তায় যানজট দেখা দিয়েছে। এতে করে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

রাতে বৃষ্টি ও সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে।

ট্রাফিক পুলিশের মির্জাপুরের জোনের পরিদর্শক (টিআই) মো. শাহাদাৎ হোসেন সেলিম দ্য রিপোর্টকে জানান, রাতে অতি বৃষ্টি ও সকাল থেকে গাড়ির চাপ বেড়ে যাওয়া মহাসড়কের চন্দ্রা থেকে পাকুল্যা পর্যন্ত ২৫ কিলোমিটার রাস্তায় যানজট রয়েছে। যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচল স্বাভাবিক হবে বলেও জানান শাহাদাৎ হোসেন সেলিম।

(দ্য রিপোর্ট/এনটি/এম/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর