thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কারাগারে নিদ্রাহীন রাত কেটেছে ধর্মগুরুর

২০১৭ আগস্ট ২৭ ১১:২৬:০৮
কারাগারে নিদ্রাহীন রাত কেটেছে ধর্মগুরুর

দ্য রিপোর্ট ডেস্ক : ধর্ষণ মামলায় সিবিআই কোর্টে দোষী সাব্যস্ত হওয়ার পর ভারতের স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিংকে রোহটাকে সুনারিয়া জেলের ‌একটি নির্জন সেলে রাখা হয়েছে। রাতে একটি রুটি ও এক গ্লাস দুধ খেয়ে কারাগারে ধর্মগুরুর নিদ্রাহীন রাত কেটেছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন।

কারাবন্দি হিসেবে তার পরিচিতি নম্বর ১৯৯৭। ভারতে যে ৩৬ জন ভিভিআইপি জেড ক্যাটাগরির সুরক্ষা পান, রাম রহিম তাদের মধ্যে একজন। কিন্তু ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়ে সাজা ঘোষণার অপেক্ষায় থাকা ‘বিলাসী’ এ ধর্মগুরু কারাগারে কেমন দিনকাল কাটাচ্ছেন তা নিয়ে কৌতুহল তৈরি হয়েছে।

জেল সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন জানিয়েছে, জেলখানায় নিদ্রাহীন রাত কেটেছে বিতর্কিত এ গুরুর। রাতে একটি রুটি ও এক গ্লাস দুধ খেয়েছেন তিনি।

ধর্মগুরু রাম রহিম

ভারতীয় সংবাদমাধ্যম নিউজ নেশন জানায়, রায় ঘোষণার পর একটি বিশেষ হেলিকপ্টারে করে পাঁচকুলা থেকে রোহটাকে পুলিশ কর্মকর্তাদের একটি রেস্ট হাউসের দিকে রওনা করেন রাম রহিম। সঙ্গে তার পালিতা কন্যা হানিপ্রিতও ছিলেন। ‘গুরুর’ সঙ্গে ব্যাগ ও স্যুটকেস নিয়ে আসারও অনুমতি দেওয়া হয়। কারা কর্মকর্তাদের দাবি, দুপুর সাড়ে তিনটার দিকে রাম রহিম সুনারিয়া জেলে পৌঁছান এবং প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করার পর পরই তাকে সেলে পাঠিয়ে দেওয়া হয়।

কারা পুলিশের মহাপরিচালক কেপি সিং শনিবার জানান, রাম রহিম অন্য সাধারণ কারাবন্দিদের মতো মেঝেতে ঘুমিয়েছেন।

শুক্রবার (২৫ আগস্ট) এক ধর্ষণ মামলায় রাম রহিমকে দোষী সাব্যস্ত করার পর হরিয়ানা ও আশেপাশের এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। হরিয়ানা ডিজিপি জানান, সহিংসতায় ৩৬ ব্যক্তি নিহত হয়েছে, আহত হয়েছে ২৬৯ জন।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর