thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে পুলিশ সদস্যসহ অজ্ঞান পার্টির খপ্পরে ৩

২০১৭ আগস্ট ২৭ ১২:০০:৪৪
রাজধানীতে পুলিশ সদস্যসহ অজ্ঞান পার্টির খপ্পরে ৩

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে পৃথক ঘটনায় পুলিশ সদস্যসহ দুই ব্যাংক কর্মকর্তা অজ্ঞান পার্টির খপ্পরে পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে যাত্রাবাড়ি এলাকা থেকে ও কাওরান বাজার আন্ডারপাসের পাশ থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসে তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান।

তারা হলেন, যাত্রাবাড়ি এলাকায় কবির হোসেন (৩৫) নামে এক পুলিশ সদস্য ও কারওয়ান বাজার এলাকায় ব্যাংক কর্মকর্তা ইরফান (২৬) ও তানভীর হোসেন মাসুম (২৭)।

অজ্ঞান পার্টির খপ্পরে পরা মাসুমের রুমমেট রাশেদুল ইসলাম খবর পেয়ে ঢামেকে আসেন। তিনি জানান, তারা গোপীবাগ এলাকায় থাকে। ইরফান কারওয়ান বাজার শাখার ফাষ্ট সিকিউরিটি ব্যাংকে সহকারী অফিসার এবং মাসুম দিলকুশা হেড অফিসের সহকারী অফিনার পদে কর্মরত।

রাশেদ আরও জানান, বিকেলে তারা দু’জন একসঙ্গে ঘুরতে বের হয়েছিল। তাদের কাছে মোবাইল পাওয়া গেলেও অন্য কিছু পাওয়া যায় নি।

তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যায় কাওরান বাজার থেকে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে প্রথমে ফার্মগেট আল রাজি হাসপাতালে নিয়ে যাই। পরে ঢামেক হাসপাতালে ভর্তি করি। তাদের জ্ঞান ফিরলে বিস্তারিত জানা যাবে।

এদিকে ডেমড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আ. বাতেন জানান, অজ্ঞান পার্টির খপ্পরে পরা পুলিশ সদস্য কবির ডেমড়া থানার কনস্টেবল হিসাবে কর্মরত।

কবির ছুটি শেষ করে দেশের বাড়ি বরিসাল থেকে কর্মস্থলে ফেরার সময় যাত্রাবাড়ি এলাকায় অজ্ঞান পার্টির খপ্পরে পরে। তার কাছে থাকা একটি মোবাইল এবং বিশ হাজার টাকা ছিল তা পাওয়া যায় নি। বর্তমানে তিনি ঢামেক হাসপাতালে ভর্তি রয়েছেন।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর