thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

২০১৭ আগস্ট ২৭ ১২:১১:২১
রাজধানীতে অজ্ঞাত শিশুর লাশ উদ্ধার

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অজ্ঞাত (১) এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ আগস্ট) রাত ৮টার দিকে দক্ষিণ কাজলা নয়ানগর ৪১/বি ৬ তলা ভবনের নিচ তলার সিঁড়ির সামনে থেকে ওই শিশুর লাশ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, দক্ষিণ কাজলা নয়ানগর ৪১/বি ৬ তলা ভবনের বাড়িটির নিচ তলার সন্ধ্যায় নীচ তলার এক বাসিন্দা মসজিদে যাওয়ার জন্য দরজা খুললে সিঁড়ির সামনে শিশুটির লাশ দেখতে পাওয়া যায়। পরে ওই ভবনের সবাইকে খবর দেওয়া হলে তারা সবাই এসে শিশুটিকে দেখে কেউ সনাক্ত করতে পারেনি।

যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, কে বা কারা শিশুটির লাশ ফেলে গেছে ওই বাড়ির সামনে তা এখনও জানা যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরো জানান, শিশুটির শরীরে তেমন কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/আরএস/কেএনইউ/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর