thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

ঢাকার ক্যান্টনমেন্ট রেললাইনে ত্রুটি, দেরিতে ছাড়ছে ট্রেন

২০১৭ আগস্ট ২৭ ১২:৪৬:২৩
ঢাকার ক্যান্টনমেন্ট রেললাইনে ত্রুটি, দেরিতে ছাড়ছে ট্রেন

দ্য রিপোর্ট প্রতিবেদক : ঢাকার ক্যান্টনমেন্ট স্টেশন ও তেজগাঁও স্টেশনের ঠিক মধ্যেখানে স্টাফ রোডে রেললাইন দেবে গেছে। এই সমস্যার কারণে কমলাপুর স্টেশন থেকে দেরি করে ছেড়ে যাচ্ছে ট্রেন।

রবিবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে এ সমস্যা দেখা দেয়। তবে সকাল ৮টা পর্যন্ত ট্রেন স্বাভাবিক ছিল। সে সময় পর্যন্ত ১৮টি ট্রেন স্টেশন থেকে ছেড়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে কমলাপুর রেলস্টেশনের স্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবর্তী দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, লাইনে সমস্যা হওয়ায় ট্রেন আসতে দেরি হবে। আর সে কারণেই স্টেশন থেকে ছেড়ে যেতেও দেরি হবে। বর্তমানে দুই লাইনের পরিবর্তে এক লাইনে ট্রেন চলাচল করছে। লাইনে মেরামতের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। আশা করা যায় ঘণ্টা খানিকের মধ্যে অবস্থা স্বাভাবিক হয়ে যাবে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর