thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

২০১৭ আগস্ট ২৮ ১৩:৫১:৪৯
রাজধানীতে ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক :রাজধানীর মালিবাগ রেলগেট এলাকার একটি নির্মাণাধীন ভবন থেকে পড়ে শরিফুল ইসলাম (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নির্মাণাধীন ভবনের ইঞ্জিনিয়ার কৌশিক দাস দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে জানান, মালিবাগ রেলগেট এলাকার "সিভিল সান্স" নামের ৯ তলা ভবনের ছাদে রডমিস্ত্রীর কাজ করছিলো শরিফুল। কাজ করার সময় ছাদের সেন্টারিংয়ের কাঠ ভেঙ্গে নিচে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক দুপুর ১২টায় মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চত করে দ্য রিপোর্টকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/কেএনইউ/আগস্ট ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর