thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ঠিকাদার নিহত

২০১৭ আগস্ট ২৯ ০৮:১৮:১৭
রাজধানীতে দুর্বৃত্তদের গুলিতে ঠিকাদার নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মিরপুর পশ্চিম শ্যাওড়াপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে আনিসুর রহমান আনিস (৪৫) নামের এক ঠিকাদার নিহত হয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) রাত ৯টার দিকে এই গুলির ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এ্যাপোলো হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়।


আনিসের বন্ধু এবং স্থানীয় ওয়ার্ড কমিশনার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আহতের বন্ধু রবিউল ইসলাম দ্য রিপোর্টকে জানান, আনিস মিরপুর কাজীপাড়া থাকেন। রাত ৯টার দিকে পশ্চিম শ্যাওড়াপাড়ার ইকবাল রোডের রুবেল ফার্মেসির সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। এ সময় ২ মুখোশধারী যুবক তাকে এলোপাতারি গুলি করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নিয়ে আসে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া দ্য রিপোর্টকে জানান, আহত আনিসুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথাসহ শরীরের বেশ কয়েকটি জায়গায় গুলির আঘাতের চিহ্ন আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে এ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ঢামেক হাসপাতালের নিওরিসার্জারী ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. মোকাররম রাবিন দ্য রিপোর্টকে জানান, আনিসের অবস্থা আশঙ্কাজনক ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর