thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে গরু ব্যবসায়ীসহ নিহত ২

২০১৭ আগস্ট ২৯ ০৮:৪২:৩৮
রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে গরু ব্যবসায়ীসহ নিহত ২

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ীর মানিকনগরে ট্রান্সফরমার বিস্ফোরণে এক গরু ব্যবসায়ীসহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এ ঘটনায় এক ব্যক্তি আহত হয়েছেন।

সোমবার (২৮ আগস্ট) রাত ৮টার দিকে মানিকনগরের গোলাপবাগ বড় পুকুরপাড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম- মো. সজল (২৫) ও গরু ব্যবসায়ী লুৎফর ব্যপারী (৩৫)।

আর আহত ব্যক্তির নাম আবুল হাশেম (২৫)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুর রহমান দ্য রিপোর্টকে বলেন, ‘রাত ৮টার দিকে মানিকনগরে একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। ওই বিস্ফোরণের ফলে সৃষ্টি আগুনে ট্রান্সফরমারের নিচে থাকা প্লাস্টিক ও ভাঙ্গারির দোকানের মানুষ দগ্ধ হন। এর মধ্যে দুই জন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে একজনকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত দুইজনের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

(দ্য রিপোর্ট/আরএস/এনটি/আগস্ট ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর