thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর ‘নিখোঁজ’

২০১৭ আগস্ট ৩০ ১৪:১১:০২
কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর ‘নিখোঁজ’


দ্য রিপোর্ট প্রতিবেদক : ২০ দলীয় জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ কল্যাণ পার্টির মহাসচিব এমএম আমিনুর রহমানের সন্ধান পাওয়া যাচ্ছে না।

রবিবার (২৭ আগস্ট) রাত থেকে তিনি নিখোঁজ রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

জানা গেছে, রোববার রাত ১০টার পর নয়াপল্টন থেকে সাভারের আমিনবাজার পল্লীবিদ্যুৎ অফিসের পাশে অবস্থিত বাসার উদ্দেশ্যে রওনা হন আমিনুর। তার পর থেকে তার কোনো খবর নেই। তার মোবাইল নম্বরও বন্ধ।

বুধবার (৩০ আগস্ট) দুপুরে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম বীরপ্রতীক সাংবাদিকদের জানান, ‘গত ২৮ আগস্ট ২০ দলীয় জোটের মিটিংয়ে আমিনুরের উপস্থিত থাকার কথা ছিল কিন্তু সেখানে তিনি যাননি। তারপর থেকে আমি তার সন্ধান শুরু করলাম কেন মিটিংয়ে যাননি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।’

তিনি বলেন, ‘আমরা সন্দেহ করছি আমিনুরকে বল পূর্বক তুলে নেওয়া হয়েছে। তার সন্ধান পেতে সকলের সহযোগিতা কামনা করছি।’

এ অবস্থায় পরিবার, পার্টির সহযোদ্ধা ও রাজনৈতিক সহকর্মীরা খুবই উদ্বিগ্ন। ইতোমধ্যে পরিবারের পক্ষ থেকে পল্টন থানায় সাধারণ ডায়েরি দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট, ৩০ ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর