thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

রাজধানীতে অজ্ঞান পাটির খপ্পরে এক ব্যক্তির মৃত্যু

২০১৭ আগস্ট ৩১ ০৭:৫২:২৩
রাজধানীতে অজ্ঞান পাটির খপ্পরে এক ব্যক্তির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে অজ্ঞানপাটির খপ্পরে পরে অজ্ঞাতনামা (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তার পরনে ছিল সাদা রঙয়ের ফতুয়া ও ফুল পেন্ট।

বুধবার (৩০ আগস্ট) অজ্ঞাতনামা ওই ব্যক্তিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পুলিশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৫টায় দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল থানা উপ-পরিদর্শক (এসআই) মাহাফুজুর রহমান জানান, মহাখালী বাস টার্মিনাল লিং রোডের মাথায় অচেতন অবস্থায় পরে ছিল অজ্ঞাতনামা ওই ব্যক্তি। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, ধারনা করা হচ্ছে অজ্ঞানপাটির খপ্পরে পরে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর