thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না : কাদের

২০১৭ আগস্ট ৩১ ১৪:২৯:০২
বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না : কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির মুখে গুম-খুনের কথা মানায় না। তাদের ইতিহাস ঘাটতে বেশি দূর যেতে হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঈদযাত্রা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপির অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘২০০১ সালে বিএনপি ক্ষমতায় গিয়ে আমাদের শত শত নেতাকর্মীকে হত্যা করেছে। তাদের ফিরিয়ে দিতে পারবে? কাজেই কেঁচো খুঁড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে।’

বিএপপি চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে কাদের বলেন, ‘গুম-খুনের কথা বলছেন? আপনি ব্যবসায়ী জামাল উদ্দিনকে ফিরিয়ে দেন, আহসান উল্লাহ মাস্টারকে ফিরিয়ে দিন, আইভী রহমানকে ফিরিয়ে দিন। তাদের ফিরিয়ে দিতে পারবেন?’

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর