thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

যশোর-কলকাতা বাস সার্ভিস চালু

২০১৭ আগস্ট ৩১ ১৭:০৪:০৯
যশোর-কলকাতা বাস সার্ভিস চালু

যশোর অ‌ফিস : চালু হলো যশোর-কলকাতা বাস সার্ভিস। বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে যশোর শহরের মণিহার এলাকা থেকে পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগমের ‘সৌহার্দ্য’ বাসটি কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। শ্যামলী পরিবহন কর্তৃপক্ষ এই বাস সার্ভিস চালাচ্ছে। প্রথম দিনে বাসটির যাত্রী ছিলেন ১৫ জন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, সপ্তাহে তিনদিন যশোর থেকে কলকাতায় এবং তিনদিন কলকাতা থেকে যশোরে পরিষেবা মিলবে এই বাসের। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া নির্ধারণ হয়েছে জনপ্রতি ৬০০ টাকা।

যশোর থেকে শনি, মঙ্গল ও বৃহস্পতিবার সকালে বাসটি কলকাতা যাবে। অন্যদিকে, কলকাতা থেকে ফিরবে রবি, সোম ও শুক্রবার। যশোরের মণিহার এলাকায় এবং কলকাতার নিউ মার্কেটের মারক্যুইস স্ট্রিটে যাত্রীবাহী এই বাসের দুই প্রান্তের স্টপেজ।

প্রসঙ্গত, যশোর অঞ্চল থেকে বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন ভারতের পূর্বাঞ্চলের প্রধান নগরী কলকাতা যান। ভারতের অন্যান্য শহর, তীর্থস্থানসহ পর্যটন কেন্দ্রগুলোতেও যান বহু মানুষ। যশোর থেকে তারা বাস, ট্রেন, ট্যাক্সিযোগে যাতায়াত করেন।

(দ্য রিপোর্ট/জেডটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর