thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

সাকিব-তামিমের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং

২০১৭ আগস্ট ৩১ ১৭:৪২:১২
সাকিব-তামিমের ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং

দ্য রিপোর্ট ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের দুই কারিগর সাকিব আল হাসান ও তামিম ইকবাল। ব্যাটে-বলে সাকিব এবং ব্যাট হাতে তামিম দেশকে এনে দিয়েছেন এই ঐতিহাসিক জয়। সেই সুবাদে এই দুই তারকার ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও উন্নতি ঘটেছে। ব্যাটসম্যানদের তালিকায় তামিম এবং বোলারদের তালিকায় সাকিব ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিং অর্জন করেছেন।

আইসিসির সর্বশেষ ঘোষিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় তামিম এবং বোলারদের তালিকায় সাকিব একই অবস্থানে রয়েছেন। দু’জনই রয়েছেন ১৪ নম্বরে।

মিরপুর টেস্টের উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। সেই দুরূহ উইকেটেই তামিম আলো ছড়িয়েছেন ব্যাট হাতে। দুই ইনিংসে করেছেন যথাক্রমে ৭১ ও ৭৮ রান। সেই সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১৪ নম্বরে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সেরা অবস্থান এটিই।

অন্যদিকে, মিরপুর টেস্টে সাকিব দুই ইনিংসেই ৫টি করে উইকেট নিয়েছেন। ক্যারিয়ারে দ্বিতীয়বার কোনো টেস্টে ১০ উইকেট শিকার করলেন তিনি। এই পারফরম্যান্সে বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৩ ধাপ এগিয়ে তিনি উঠেছেন ১৪ নম্বরে।

মিরপুর টেস্টে অবশ্য প্রথম ইনিংসে ব্যাট হাতে ৮৪ রানও করেছিলেন সাকিব। এরপরও ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে একধাপ পেছাতে হয়েছে তাকে।রয়েছেন ১৭ নম্বরে। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম একধাপ পিছিয়ে রয়েছেন ২৩ নম্বরে।

এদিকে, বোলারদের র‌্যাঙ্কিংয়ে উন্নতি ঘটেছে মিরপুর টেস্টে বাংলাদেশের স্পিন ত্রয়ীর অন্য দু’জনেরও-মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। মেহেদী হাসান মিরাজ এগিয়েছেন ৩ ধাপ, উঠেছেন ৩০ নম্বরে। ৪ ধাপ এগিয়ে ৩২ নম্বরে তাইজুল ইসলাম।

আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে আগে থেকেই এক নম্বরে ছিলেন সাকিব আল হাসান। মিরপুর টেস্টের পর তার রেটিং পয়েন্টে আরও উন্নতি হয়েছে। ব্যাটে-বলে আলো ছড়ানোর সুবাদে এই টেস্ট থেকে ৫৮ রেটিং পয়েন্ট পেয়েছেন তিনি। তার বর্তমান রেটিং পয়েন্ট ৪৮৯, যা অলরাউন্ডার হিসেবে তার ক্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট।

(দ্য রিপোর্ট/জেডটি/আগস্ট ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর