thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

নড়াইলে প্রিয়জনের সঙ্গে মাশরাফির ঈদ উদযাপন

২০১৭ সেপ্টেম্বর ০২ ১০:১৫:২৭
নড়াইলে প্রিয়জনের সঙ্গে মাশরাফির ঈদ উদযাপন

নড়াইল প্রতিনিধি : নড়াইলে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদুল আজহা উদাযাপন করছেন বাংলাদেশ ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

শনিবার (২ সেপ্টেম্বর) সকালে দলবল নিয়েই হাজির হয়েছিলেন নড়াইলের কেন্দ্রীয় ঈদগাহে। মাথায় টুপি, পরনে সাদা পায়জামা-পাঞ্জাবি, পায়ে চামড়ার স্যান্ডেল। সঙ্গে ছিলেন মামা নাহিদুল ইসলাম, ছোট ভাই সিজার ও তাঁর বন্ধুরা। তবে এবার সঙ্গে ছিল না ছেলে সাহেল।

শিকড়ের টানে মাশরাফি প্রায়ই ছুটে আসেন নিজের শহর নড়াইলে। শত ব্যস্ততার মধ্যেও ঈদ নিজের বাড়িতেই করা চাই তার। পরিবারের সঙ্গে ঈদ করা সব সময়ই উপভোগ করেন নড়াইল এক্সপ্রেস।

নামাজ শেষে সবার আগ্রহের কেন্দ্রেই ছিলেন মাশরাফি। প্রিয় তারকার সঙ্গে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ব্যস্ত হয়ে পড়েন সবাই। মাশরাফি জনতার সেই ইচ্ছা মিটিয়েছেন ধৈর্যের সঙ্গে।

ঈদের নামাজে দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করেছেন মাশরাফি। তিনি জানিয়েছেন, দিনের বাকি সময়টুকু কাটাবেন প্রিয়জনদের সঙ্গে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর