thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত

২০১৭ সেপ্টেম্বর ০২ ১০:৫৭:৩১
সংসদের দক্ষিণ প্লাজায় ঈদের জামাত অনুষ্ঠিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় ওই জামাত অনুষ্ঠিত হয়। সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঈদের জামাতে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, স্থায়ী কমিটির সভাপতিগণ, জাতীয় সংসদের বিভিন্ন সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও এলাকাবাসী শরিক হন।

নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি, সমৃদ্ধি ও জাতীয় অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর