thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ জানুয়ারি 25, ৮ মাঘ ১৪৩১,  ২১ রজব 1446

মক্কায় হজে গিয়ে আরো ৯ বাংলাদেশির মৃত্যু

২০১৭ সেপ্টেম্বর ০৩ ১০:৪৬:২৩
মক্কায় হজে গিয়ে আরো ৯ বাংলাদেশির মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদি আরবে চলতি বছর হজ করতে গিয়ে গত চারদিনে (মঙ্গলবার থেকে শুক্রবার) আরো নয়জন বাংলাদেশি মারা গেছেন।

সৌদি আরবের মক্কায় বাংলাদেশ হজ মিশনের তথ্য মতে নিহত মুসল্লিরা হলেন- মুন্সীগঞ্জ জেলার লতিফ সিকদার (বয়স ৭৭, পাসপোর্ট নম্বর বিকে ০২২৭৫৮৯), গাইবান্ধা জেলার মাজেদা বেগম (বয়স ৬৬, বিএম ০৬৬৯৮৭৩), চাঁদপুর জেলার মো. ইদ্রিস আলম বেপারী (বয়স ৭২, বিপি ০১৪১৭২১), কক্সবাজারের চকরিয়া উপজেলার চিরিংগার মো. আবু তাহের নূরী (বয়স ৬১, বিএল ০৯০৮৯৮১), কুমিল্লা জেলার মির্জা আবুল কাসেম (বয়স ৬০, বিজে ০৯২৮৮৮১), ময়মনসিংহ জেলার মাহমুদ (বয়স ৭১, বিএম ০০৪২৯২৬), ঠাকুরগাঁও জেলার মো. আফাজ উদ্দিন (বয়স ৬৫, বিজে ০১৬০৬৫৪), চুয়াডাঙ্গার আহমদ হোসেন (বয়স ৭৩, বিএম ০৫১০৬৮৪) ও বরিশাল জেলার শেখ খলিলুর রহমান (বয়স ৭১, বিকে ০৪০৮৯২৮)।

গত মঙ্গলবার থেকে শুক্রবার এই চারদিনে মক্কা নগরীতে বিভিন্ন অসুস্থতার কারণে এই নয় বাংলাদেশি মারা যান।

সৌদি আরবে এবার হজ করতে এসে সর্বশেষ আজ শনিবার পর্যন্ত ৪৯ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৪৫ জন ও নারী চারজন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর