thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা, চীনে ভূমিকম্প

২০১৭ সেপ্টেম্বর ০৩ ২০:০০:২৩
উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষা, চীনে ভূমিকম্প

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়া এখন পর্যন্ত ছয়টি পারমানবিক বোমা পরীক্ষা করেছে। কিন্তু রবিবারের (৩ সেপ্টেম্বর) পরীক্ষাটি এখন পর্যন্ত সবচেয়ে সফল পরীক্ষা। খবর- বিবিসির।

পিয়ংইয়ং-এর পক্ষ থেকে এই পরীক্ষার কথা ঘোষণার কয়েক ঘণ্টা আগেই ভূতাত্ত্বিকরা ভূমিকম্প হওয়ার কথা জানান।
উত্তর কোরিয়ার সীমান্ত সংলগ্ন চীনের কিছু এলাকাতেও ভূমিকম্প টের পাওয়া গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরীপ বিভাগ বলছে, মাত্রা রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩ এবং তার সূত্র ছিল ভূগর্ভের দশ কিলোমিটার নীচে। পর্যবেক্ষকরা বলছেন, এই মাত্রার ভূকম্পনে পরিষ্কার যে উত্তর কোরিয়া আরেকটি পারমানবিক পরীক্ষা করেছে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা বলছেন, পরীক্ষাটি হয়েছে উত্তর কোরিয়ার কিলজু এলাকায়। ওই এলাকায় উত্তর কোরিয়া এর আগেও পরীক্ষা চালিয়েছে।

পিয়ংইয়ং বলছে, সর্বশেষ যে বোমাটির পরীক্ষাটি রবিবার তারা করেছে, সেটি একটি হাইড্রোজেন বোমা। সাধারণ পরমাণু বোমার চেয়ে এটি কয়েকগুণ শক্তিধর।

পর্যবেক্ষরা এই দাবি উড়িয়ে দিতে পারছেন না, কারণ গতবারের পরীক্ষায় যে মাত্রার ভূমিকম্প হয়েছিল, রবিবার তার চেয়ে ১০ গুন বেশি হয়েছে।

পারমানবিক অস্ত্র বিশেষজ্ঞ ক্যাথরিন ডিল বিবিসিকে বলেছেন, এখনও নিশ্চিত করে বলা যাবেনা ঠিক কোন ধরণের পারমানবিক বোমার পরীক্ষা হয়েছে তবে "ভূগর্ভে যে ধরণের নড়াচড়া দেখা গেছে তাতে মনে হয় আগের যে কোনো পরীক্ষার চেয়ে বস্তুটি অনেক শক্তিশালী ছিল।"

উত্তর কোরিয়া দাবি করছে, যে হাইড্রোজেন বোমাটি রোববার তারা পরীক্ষা করেছে, সেটি কোনো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে বহন করা যাবে। দাবি সত্যি হলে তা যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য তা হবে ভয়ঙ্কর একটি উদ্বেগের বিষয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর