thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

২০১৭ সেপ্টেম্বর ০৪ ০৮:১৬:৫৩
রাজধানীতে দুর্বৃত্তদের হামলায় ছাত্রলীগ নেতা নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর আদাবর এলাকার শেখেরটেকে দুর্বৃত্তদের হামলায় থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক মশিউর রহমান (২৫) নিহত হয়েছেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শেখেরটেকের ১০নং রাস্তায় মশিউর রহমানকে দুর্বৃত্তরা মাথায় ইট ও রড দিয়ে আঘাত করে।

পরে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর।

নিহত মশিউরের সঙ্গে থাকা বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক ছিলেন মশিউর।

নিহতের ছোট ভাই মজিবর রহমান জানান, মোটরসাইকেলে রাত ১১টার দিকে বাসায় ফিরছিলেন তিনি। আদাবর শেখেরটেক ১০নং রোডের মাথায় আসার পর অতর্কিত হামলা চালানো হয়। মাথায় ইট দিয়ে আঘাত করা হয়। রড দিয়ে বেধড়ক পেটানো হয়। পরে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে মারা যায় মশিউর।

মজিবর রহমান অভিযোগ করে বলেন, আদাবর যু্বলীগ নেতা মোল্লা স্বপন, লেদু হাসান, সেলিম, মধুদের সঙ্গে বিরোধ ছিল মশিউরের। এদের পরিকল্পনায় মশিউর খুন হয়েছেন বলে দাবি করেন তিনি।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, পুলিশের কাছে একটা তথ্য আসছে শেখেরটেকে দুর্বৃত্তদের হামলায় আদাবর থানা ছাত্রলীগের পরিবেশ ও সমাজসেবক বিষয়ক সম্পাদক মশিউর রহমান মারা গেছেন। এখন পর্যন্ত মামলা দায়ের করা হয়নি। পুলিশ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর