thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

উ. কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ. কোরিয়ার

২০১৭ সেপ্টেম্বর ০৪ ১০:৩৮:৩৫
উ. কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ দ. কোরিয়ার

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষার জবাবে পাল্টা কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছে প্রতিবেশী দেশ দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও বিমান মহড়া চালিয়েছে সিউল।

সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে দক্ষিণ কোরিয়ার সেনা ও বিমানবাহিনী যৌথভাবে এ মহড়া চালায়।

দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সিএনএন ও ফক্স নিউজ।

এ সময় ভূমি থেকে ভূমিতে নিক্ষেপণযোগ্য ব্যালাস্টিক মিসাইল ও পূর্ব উপকূলের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এফ-১৫ ফাইটার জেটের মহড়া চালনো হয়।

এরআগে রবিবার উন্নত প্রযুক্তির একটি হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা ঘটায় উত্তর কোরিয়া। এতে উত্তর কোরিয়ার কিলজু প্রদেশে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

এ ঘটনায় কোরীয় উপদ্বীপে ব্যাপক উত্তেজনা দেখা দেয়। দেশটির নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠক ডাকেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট।

এদিকে, এ ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে উত্তর কোরিয়াকে সমুচিত জবাব দেওয়ার কথা জানিয়েছে ওয়াশিংটন।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর