thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ জানুয়ারি 25, ২৬ পৌষ ১৪৩১,  ৯ রজব 1446

টাঙ্গাইলে ‘জঙ্গি’ অভিযানে আটক ২, ড্রোন উদ্ধার

২০১৭ সেপ্টেম্বর ০৫ ০৯:২৮:২৮
টাঙ্গাইলে ‘জঙ্গি’ অভিযানে আটক ২, ড্রোন উদ্ধার

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতি উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়ে দুই জঙ্গিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। বাহিনীটির দাবি, আটক দুই ভাই জঙ্গি দলের সদস্য।

অটকরা হলেন- ওই বাড়ির মালিক আবুল হোসেন চিশতির ছেলে মাছুম (৩০) ও খোকন (২৫)।

সোমবার (৪ সেপ্টেম্বর) রাত তিনটার দিতে তাদেরকে র‌্যাব ১২ এর সদস্যরা আটক করে।এ সময় জঙ্গি কাজে ব্যবহৃত একটি ড্রোন, ৪টি চাপাতি, দুটি ছুরি ও বোমা তৈরির এক্সক্লুসিভ উদ্ধার করা হয়।

এসময় ওই বাড়ি থেকে বিপুল পরিমান জঙ্গি কাজে ব্যবহৃত বিস্ফোরক, জিহাদী বই ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে রাত আনুমানিক ১১টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই বাড়িটি ঘিরে ফেলে র‌্যাবের একটি দল। রাতভর অভিযান শেষে মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

আাটককৃতরা জেএমবি’র সক্রিয় সদস্য বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব ১২ এর অধিনায়ক সেলিম মো. জাহাঙ্গীর জানান, গত রাতে কালিহাতী উপজেলার এলেঙ্গা মসিন্দা এলাকার সৈয়দ আবুল হাসান চিশতিয়ার বাড়িতে একদল জঙ্গি অবস্থান করেছে। এমন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল র‌্যাব-১২ এর একটি দল বাসাটি রাতে ঘিরে ফেলে। এ সময় রাতভর অভিযান চালিয়ে ওই বাসা থেকে মাছুম ও খোকনকে আটক করা হয়। এ সময় জঙ্গি কাজে ব্যবহৃত একটি ড্রোন, ৪টি চাপাতি, দুটি ছুরি ও বোমা তৈরির এক্সক্লুসিভ উদ্ধার করা হয়। পরে সকাল সাড়ে ৭টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/সেপ্টেম্বর ০৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর