thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি 25, ২২ মাঘ ১৪৩১,  ৫ শাবান 1446

মা-দুই সন্তানের প্রাণ কেড়ে নিল ঘাতক বাস

২০১৭ সেপ্টেম্বর ০৬ ২১:২৪:৩৫
মা-দুই সন্তানের প্রাণ কেড়ে নিল ঘাতক বাস

টাঙ্গাইল প্রতিনিধি : ঈদের আনন্দে বেড়াতে গিয়েছিলেন তারা। কিন্তু সেই বেড়াতে যাওয়াই কাল হলো দুর্ভাগা এক মা ও তার দুই সন্তানের জন্য। এক ঘাতক বাস কেড়ে নিয়েছে তাদের প্রাণ।

নিহতরা হলেন-দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া গ্রামের তারা মিয়ার স্ত্রী ফাহিমা বেগম, মেয়ে তারিনা আক্তার ও ছেলে তানভীর হোসেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের দেলদুয়ার উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার স্টেশন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান জানিয়েছেন, বুধবার বিকেলে ফাহিমা বেগম তার মেয়ে তারিনা ও ছেলে তানভীরকে নিয়ে মির্জাপুর উপজেলার মহেড়া জমিদার বাড়ি বিনোদন কেন্দ্রে বেড়ানোর উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টার স্টেশন এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা থেকে সিরাজগঞ্জগামী একটি বাস (সিরাজগঞ্জ জ-০৪-০০২৯) চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে।

ঘাতক বাস এবং বাসের হেলপারকে পুলিশ আটক করেছে।

(দ্য রিপোর্ট/জেডটি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর